Ticker

6/recent/ticker-posts

যাও পাখী



আব্দুস সাত্তার সেখ

যাও পাখী চলে যাও ,
চলে যাও তুমি বাঁধা না মেনে ।
পাখি - দু'দিনের তরে বন্ধ খাঁচায়

আবদ্ধ রেখে কতনা দু:খ দিলাম ।

সন্ধ্যার অস্তাচলে অন্তরে
রক্তিম দিগন্ত রেখা

বিদায় জানাতে গিয়ে
কী দু:সহ বেদনায় ভরা এই বুক !
আর একটু দাড়াতে যদি -
তোমাকে ছেড়ে দিতে
হৃদয়ে শুন্যতার দীর্ঘশ্বাস !

ক্ষমা করে দাও পাখী
বিদায় বেলায়
চলে যাও দুরে আমাকে ছেড়ে -
চলে যাও পাখী তুমি নীল গগনে ।

Post a Comment

0 Comments