সকালের সোনালি রোদ্দুর চুমু আঁকে যখন
দেখেছি তোমার সলাজ আরক্ত গাল ঝিলমিল।
ভেজা পথে পৌঁছানো যতটা কষ্টকর, সুখের
অলৌকিক আবেশটা তার চেয়ে বেশি আন্দোলিত।
তোমার তটরেখা বিলীন দূর আলোর দিগন্তে
হাত দিয়ে ছুঁয়ে দেখি উত্তাল যৌবনের উত্তাপ!
ভাবি আমি একজনমে কতটা আলোপ্রেম সম্ভব।
অথচ আজ শিখি অবাধ্য সন্ধ্যা কত দ্রুত এসে
চাপে কাঁধে। চেয়ে দেখি ধুলো উড়িয়ে ছুটে চলে
এক অবৈধ অশ্বারোহী। আমাদের অক্লান্ত স্বপ্নের
উঠোনে জন্মে হলুদ জন্ডিজ। এইসব পাপের
অমোঘ প্রায়শ্চিত্ব ভেবে কাঁদি না আর। তোমাকে
দেখিনা কতদিন। শুনি শুধু তুমি নাকি ক্লান্ত
হতে হতে আজ আর তেমন ভাল নেই।
0 Comments