আজন্ম লালিত প্রেক্ষাপটে
প্রেতনদী বয়ে চলে তলে তলে
বিষাক্ত ছলছল
ভিক্ষুকের নতুন পদবী জুটেছে কদর্থক
কামুকের ছোঁয়া লাগা গলিত খেচর
ভাগাড়ের সদ্ব্যবহার
অনন্ত অমানবিক পরিত্রাহী খরস্রোত
শরণের উৎস ভেঙেছে যথারীতি
অন্ধকারের উত্তেজনায় মিশে গেছে দেশকাল
ঝুলতে ঝুলতে কৃশকায় সেতুর ঠান্ডা তৈলাক্ত খাঁজে
বাষ্প রঙের অস্তিত্ব
অশান্ত হচ্ছে নদী
অসবর্ণ আলোকের বৃহদন্ত্রে ঘোলাটে জোয়ারভাঁটা
বাঁচা হল না সাতকাহনে
আরও কিছুদিন শুধু হিসহিসিয়ে সাপের মত বাঁচা...
0 Comments