Ticker

6/recent/ticker-posts

অসম্ভব


শামীম আজাদ

নক্ষত্রেরা ঝুঁলে আছে মাথার ওপর,
রাতের বুক চিরে নিজেকে ঘোষিছে ঝিঁঝিঁ পোকা,
আলস্যে ভরা হাত পা ঝোঁলে নিজের শরীরে,
আহা আকাশ, তুমি আজ আমার আনন্দলোকের শামিয়ানা।

গলে গলে জোছনারা পড়িছে নদীর দু'কূল জুড়ে,
ধূঁ-ধূঁ বালুচড়ে জনমানব নেই কোত্থাও,
বালুরচড় আর জোছনার এমন মিলন,
আজ অবগুণ্ঠিত রমনীর রূপের মতো কমনীয়!

শুধু তুমি নেই, অথচ আমি জানি,
কী দুর্দমনীয় ইচ্ছে তোমার এমন রাতে,
সওয়ার হবে ইচ্ছের 'হুদহুদে' চড়ে সম্ভবসম,
তোমাকেই মিস করছে আজকের এন্তার আয়োজন!


Post a Comment

0 Comments